কৃষি গুচ্ছে পঞ্চম অটোমাইগ্রেশন শেষে শূন্য আসনের ফল প্রকাশ

২০ জুন ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:১৬ PM
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ছবি

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ায় পঞ্চম অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২০ জুন) কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। 

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চম অটোমাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফল প্রকাশ করা হবে।

পঞ্চম অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। এটি চলবে আগামী ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন শূন্য থাকলে ষষ্ঠ অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ক ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুন।

ষষ্ঠ অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০দশ হাজার টাকা (অফেরতযোগ্য) ২৯ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে জমা দিয়ে ভর্তি হওয়ার অগ্রহ নিশ্চিত করতে ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করার কথা বলা হয়েছে।

এরপরও আসন শূন্য থাকলে ভর্তি বিক্ষপ্তিতে বলা হয়েছে, সপ্তম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ক ভিত্তিক ফলাফল আগামী ৬ জুলাই প্রকাশ করা হবে।

সপ্তম অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০দশ হাজার টাকা (অফেরতযোগ্য) ৭ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি-এর সাথে পূর্বে জমাকৃত ১০দশ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

অষ্টম অটোমাইগ্রেশন সম্পন্ন করে অনস্পট ভর্তির জন্য অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের তিনগুন ছাত্র-ছাত্রীর অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করা হবে। 

প্রসঙ্গত, এ বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮০ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা হলো বাকৃবিতে ১১১৬, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি।

টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9