সিকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হান, সম্পাদক মাহমুদ

সভাপতি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান
সভাপতি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান  © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নয় সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রুপান্তর এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক পদে এডুকেশন টাইমস এর প্রতিনিধি মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় ৯ টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

সিকৃবিসাসের নবনির্বাচিত সভাপতি এস এম রায়হানুল নবী বলেন, ‘সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য এক গৌরবময় দায়িত্ব ও চ্যালেঞ্জ। এই পদকে আমি শুধু সম্মান নয়, একটি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে আমাদের কলম চলবে—নির্ভীকভাবে, অবিচলভাবে।’

তিনি আরও বলেন, ‘পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে যে সীমাবদ্ধতা ছিল তা কাটিয়ে উঠে নতুনভাবে শুরু করতে পারবে। কমিটির সকলেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা বিগত কমিটিতে ছিলেন।’

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘সংবাদপত্রকে সমাজের আয়না বা দর্পণ বলা হলেও বিগত ১৬ বছর তার প্রতিফলন এ দেশে ঘটেনি। ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মিথ্যা ও চাটুকার যুক্ত সাংবাদিকতার জন্য। প্রায় সকল ক্যাম্পাসের সাংবাদিকতায় ছিল স্বৈরাচার গোষ্ঠীর প্রভাব। সত্য সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর এসেছে নানা হুমকি ও জুলুম। চব্বিশের স্বাধীনতা পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা সৎ ও নিরপেক্ষ সাংবাদিক হওয়ার অঙ্গীকারবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মাঝে আমাদের ক্যাম্পাসকে উপস্থাপন করতে চাই। সর্বোপরি আমার এই দায়িত্বের জন্য যাদের সহযোগিতা ছিল তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও নব কমিটির সকলকে জানাই অভিনন্দন।’

৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে দপ্তর-সম্পাদক হিসেবে মো. মাসুদুর রহমান খোন্দকার (দ্য ডেইলি ক্যাম্পাস), অর্থ-সম্পাদক পদে আইনুল হক ( দৈনিক প্রভাতবেলা) মনোনীত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রান্ত ইসলাম (দৈনিক সবুজ বাংলা), মো. মোবাশশির রহমান (একুশের সংবাদ), আল আমিন (সময় জার্নাল), তামিম জামান (প্রজন্ম নিউজ) এবং কামরুজ্জামান সজিব (সিলেট ২৪ এক্সপ্রেস) নির্বাচিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence