সিকৃবিতে দিনব্যাপী ফিশারিজ কার্নিভাল উদযাপন

  © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দিনব্যাপী ফিশারিজ কার্নিভাল উদযাপিত হয়েছে। সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্রসমিতি কর্তৃক আয়োজিত মাৎসবিজ্ঞান অনুষদের সবচেয়ে বড় এই সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁঞা।

বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন শুরু করে। 

শোভাযাত্রাটি মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে বৈশাখী চত্বরে এসে শেষ হয়। দিনটি উদযাপন করতে অনুষদটির শিক্ষার্থীরা বাহারি সাজে রঙিন মাছের ফেস্টুন ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড, ডিন কাউন্সিলের আহবায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামসুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, ফিসারিজ কার্নিভাল উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, অন্যান্য শিক্ষক, অনুষদীয় ছাত্র সমিতির সহ সভাপতি আল ইমরান ত্বহা, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ। 

আরও পড়ুন: বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতাকে জনসম্মুখে গণধোলাই দিলেন প্রেমিকা

মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় ও অনুষদটির ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডের সভাপতিত্বে শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি, এটি ভাবতেই ভাল লাগছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য সাঁতার প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানান উপাচার্য।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও অনুষদীয় ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড বলেন, শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে অনুষদটি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে সারাদেশের মধ্যে প্রথম স্থানে অবস্থান করছে অনুষদটি। 

এদিকে দিনব্যাপী ফিশারিজ কার্নিভালের প্রথম ধাপে আনন্দ শোভাযাত্রা ও দ্বিতীয় ধাপে সন্ধ্যায় সিকৃবির কেন্দ্রীয় মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন অনুষদের শতাধিক শিক্ষার্থী।

উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্রসমিতি প্রতিবছর নিয়মিতভাবে অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী ফিশারিজ কার্নিভালের আয়োজন করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence