রাবি ক্যাম্পাস © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে মানবিক বিভাগের ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ (১৭ জানুয়ারি)। এ ইউনিটে মোট আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে ১২টায় গিয়ে শেষ হয়েছে। এছাড়াও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।

‘এ‘ ইউনিটে রয়েছে দেশসেরা আইন বিভাগসহ আরো বেশ কিছু স্বনামধন্য বিভাগ। তাছাড়া এই ইউনিটে রয়েছে অন্যান্য ইউনিটের তুলনায় সবচেয়ে বেশি আসন। যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও।

‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। গত বছরের ন্যায় এ বছরও এই ইউনিটে মোট ১ হাজার ৮৯৭টি আসন সংখ্যা রয়েছে। এ বছর ২৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে।
এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ২ লক্ষ ৭২ হাজার ৬২৫টি। ‘এ‘ ইউনিটে আবেদন জমা পড়ে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। সেই হিসেবে এ ইউনিটে মোট আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।