রাজশাহী শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত
রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ভর্তির চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই ভর্তি, নিশ্চায়ন ও নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।
রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি পরিশোধপূর্বক ভর্তি ও নিবন্ধনের যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.rajshahiboard.gov.bd) অথবা (www.rajshahieducationboard.gov.bd) লিংকে প্রবেশ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
কার্যক্রমের মেয়াদ ১৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারির মধ্যে সকল অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ম্যানুয়ালি বা সরাসরি কোনো শিক্ষার্থীর ভর্তি বা নিবন্ধন করার কোনো সুযোগ নেই। শতভাগ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের ভর্তি, নিশ্চায়ন বা নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে যেকোনো জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।