চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারন আসনের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
ফল দেখুন এখানে
এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয় ভর্তি পরীক্ষা, চলে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটে মোট ৫১০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। এতে অংশগ্রহণ করেছেন ১৪ হাজার ৬৭৩ পরীক্ষার্থী। উপস্থিত ছিলেন ৮৭ শতাংশ শিক্ষার্থী। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।
ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন বিভাগ রয়েছে ছয়টি। অন্যান্য ইউনিটগুলোর মতো এই ইউনিটের পরীক্ষাও তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী।