চবির ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

০৮ জানুয়ারি ২০২৬, ০১:০১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি যুদ্ধের অংশ হিসেবে ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। বেলা ১১টায় ওএমআর শিট বিতরণ করা হয় এবং সোয়া ১১টা থেকে মূল পরীক্ষা শুরু হয়ে চলে এক ঘণ্টা। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং পাসের জন্য ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত এই ‘বি-২’ উপ-ইউনিটে মোট আসন সংখ্যা ২৮০টি। এই আসনগুলোর বিপরীতে আবেদন করেছিলেন ৪ হাজার ৮৪৯ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে এ বছর প্রতি আসনের বিপরীতে ১৭ জন শিক্ষার্থী লড়ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘বি-২’ উপ-ইউনিটের মধ্য দিয়ে পরীক্ষার একটি ধাপ শেষ হলেও ভর্তি যুদ্ধ চলমান থাকছে। কাল শুক্রবার (৯ জানুয়ারি) ‘সি’ ইউনিটের এবং শনিবার (১০ জানুয়ারি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে

01 (1)

02

03

04

05

06

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬