কৃষি গুচ্ছ
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছেন © টিডিসি
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে পরীক্ষার্থীদের আগমন শুরু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে প্রবেশ করছেন।
ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে পরীক্ষার্থীদের গন্তব্য অনুযায়ী দিকনির্দেশনা দিতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় তথ্য সহায়তাও প্রদান করা হচ্ছে। কেন্দ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।
উল্লেখ্য, আজ দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু।
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।