এমআইএসটিতে ডেটা সায়েন্স ও ন্যানো সায়েন্স বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

প্রথমবারের মতো স্নাতকে বিজ্ঞান অনুষদ চালু

০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ PM
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি © লোগো

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) স্নাতক পর্যায়ে প্রথমবারের মতো বিজ্ঞান অনুষদ চালু হয়েছে। এই অনুষদের অধীনে ২০২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সম্প্রতি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হবে। সি ইউনিটের অধীনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন এখানে

জানা গেছে, এমআইএসটিতে ইতোমধ্যে ৪টি অনুষদ রয়েছে। এসব অনুষদে ২০২৫-২৬ সেশনের এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ এবং ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এবার থেকে বিজ্ঞান অনুষদ চালুর পর এমআইএসটির অনুষদ হবে মোট ৫টি।

নতুন এই অনুষদের স্নাতক পর্যায়ে এবার ম্যাথমেটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং কেমিস্ট্রি অ্যান্ড ন্যানো সায়েন্স বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
২০২২ ও ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৩.৫ পেতে হবে। আর ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৩.৫ করে পেতে হবে।

ভর্তি পরীক্ষা কত নম্বরের
সি ইউনিটের ভর্তি পরীক্ষা এক ঘণ্টার হবে। এতে গণিতে ২৫, পদার্থ বিজ্ঞানে ২০, রসায়নে ২৫ ও ইংরেজিতে ১০—মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। এমসিকিউ টাইপের এই পরীক্ষায় পাস নম্বর ৩২। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ।

আবেদন ফি
সি ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০০০ টাকা। এমআইএসটির ওয়েবসাইটে (mist.ac.bd) গিয়ে আবেদন করা যাবে।

নতুন বছরে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান ও জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে আজহারীর বার্তা
  • ০১ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওর…
  • ০১ জানুয়ারি ২০২৬
সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আমির
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!