এমআইএসটির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের কেন্দ্র পরিবর্তন ঢাবির

ঢাবি ও এমআইএসটির লোগো
ঢাবি ও এমআইএসটির লোগো   © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। 

একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে যেসব শিক্ষার্থী এমআইএসটির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় এসে ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের সুবিধার্থে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে মিরপুর ও ফার্মগেট এলাকায় অতিরিক্ত তিনটি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি এমআইএসটি থেকে পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সহজ করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে এবং ওই দিন অতিরিক্ত মেট্রোরেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে দিয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২৮ ডিসেম্বর একই সময়ে নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!