আর্মড ফোর্সেস মেডিকেল ভর্তির ফল প্রকাশ, ভর্তি শুরু ৩০ ডিসেম্বর

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ  © সংগৃহীত ও সম্পাদিত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১৫ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৯ জন, বাকিরা নারী। আগামী ২৮ ডিসেম্বর চূড়ান্ত স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য তাদের ডাকা হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
 
আজ রবিবার (২১ ডিসেম্বর) কলেজ কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদুল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শর্তানুযায়ী ১১৫ জন প্রার্থীকে এএফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) নির্বাচিত প্রার্থীদেরকে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে এএফএমসিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।

এতে বলা হয়, চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র ও নাগরিকত্বের সনদপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ বর্ণিত সময়ে এএফএমসি ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

পশ্চাদপদ জনগোষ্ঠী এবং চাকরিরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সন্তানদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কাগজপত্র দাখিল করতে হ। এগুলো হল— পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ এবং জেলা প্রশাসক প্রদত্ত চারিত্রিক ও প্রমাণক সার্টিফিকেট, সশস্ত্র বাহিনীর ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রে ইউনিট অধিনায়ক বা কোরো বা রেকর্ডস কর্তৃক সিলমোহর ও প্রতিস্বাক্ষরকৃত সনদপত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী সঠিক সনদপত্র প্রদানে ব্যর্থ হলে বা প্রদত্ত সনদপত্রের তথ্য ভুল প্রমাণিত হলে তার ফলাফল ভর্তি বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যকৃত সম্পন্ন করতে হবে। এরপর কোন প্রার্থীকে ভর্তির জন্য গণ্য করা হবে না। ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এতে বলা হয়, প্রথম নির্বাচিত তালিকায় ভর্তি কার্যক্রম শেষে আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটেও পাওয়া যাবে। এছাড়াও প্রত্যেক প্রার্থী তার ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে দেখতে পারবেন।

এ ছাড়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষে ৫টি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার ফল দেখুন

aa758366-2aec-4110-a359-64197a305ad6


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!