সরকারি ও অনুমোদিত বেসরকারি মেরিন একাডেমিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ AM
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। সরকারি ও অনুমোদিত বেসরকারি মেরিন একাডেমিসমূহে প্রি-সী নটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ক্যাডেট ভর্তির আবেদনের ক্ষেত্রে সময় বাড়ানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সরকারি ও অনুমোদিত বেসরকারি মেরিন একাডেমিসমূহে প্রি-সী নটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ক্যাডেট ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন: বার্ষিক পরীক্ষায় ফিরলেন সরকারি প্রাথমিক শিক্ষকেরা
এতে আরও বলা হয়, প্রশিক্ষণ কোর্সের জন্য যোগ্য প্রার্থীগণ নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট (www.dos.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।