চবির ভর্তি পরীক্ষা

পোষ্য কোটা বাতিল—আসনও কমেছে, জেনে নিন কোন বিভাগে কয়টি

২২ নভেম্বর ২০২৫, ০১:৩৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগের তুলনায় এবার ভর্তিতে কমানো হয়ে প্রায় ২০ শতাংশ আসন। পাশাপাশি ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের জন্য ‘পোষ্য কোটা’। 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে। প্রতি ইউনিট বা উপ-ইউনিটের জন্য আবেদন ফি (প্রসেসিং ফিসহ) ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন করতে ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd থেকে ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করতে হবে। আগামী ১ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হবে ভর্তি আবেদন, যা চলবে ১৫ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত। শিক্ষার্থীরা ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

আসন কমে কোন বিভাগে কত
‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন ও পদার্থ বিভাগে ১০০টি করে ২০০টি, গণিত বিভাগে ৯৫টি, পরিসংখ্যান বিভাগে ৮০টি, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে ৩৫টি করে ৭০টি, ফরেস্ট্রি বিভাগে ৪০টি, প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগে ৬০টি করে ১২০টি, কম্পিউটার সাইন্স বিভাগে ৬৫টি আসন রয়েছে।

পাশাপাশি ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৫টি, ভূগোল ও পরিবেশবিদ্যা, প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান ফার্মেসি ও মেরিন সায়েন্স বিভাগে ৪০টি করে মোট ২৮০টি, ওশোনোগ্রাফি ও ফিশারিজ বিভাগে ৩০ টি করে মোট ৬০টি আসনে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের বাংলা, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০০টি করে ৪০০টি, ইংরেজি বিভাগে ৮০টি, ভাষা ও ভাষাতত্ত্ব বিভাগে ৪০টি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে, ৪০টি, সংস্কৃত বিভাগে ৬০টি এবং বাংলাদেশ স্টাডিজ বিভাগে ৭০টি আসন রাখা হয়েছে। 

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিভাগে ১০০টি করে ২০০টি, ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে ৮০টি করে ২৪০টি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৭০টি আসন রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ‘ডি’ ইউনিটের আইন বিভাগ, রাজনীতি বিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগে ১০০টি করে ৩০০টি, অর্থনীতি, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক ও শিক্ষা ও গবেষণা বিভাগে ৮০টি করে ৩২০টি, যোগাযোগ ও সাংবাদিকতা ও নৃবিজ্ঞান বিভাগে ৬০টি করে ১২০টি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ও ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগে ৪০টি করে মোট ৮০টি আসন রয়েছে। 

এছাড়া বি-১ উপ-ইউনিটের অধীনে নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগে ৪০টি করে মোট ১২০টি আসন রয়েছে। বি-২ উপ-ইউনিটের অধীনে রয়েছে তিনটি বিভাগ। ইসলামিক স্টাডিজ, আরবি সাহিত্য ও পালি বিভাগ। এর মধ্যে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে ১০০টি করে ২০০ ও পালি বিভাগে ৬০টি আসন রয়েছে। আরেকটি উপ-ইউনিট ডি-১ এর অধীনে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। এ বিভাগে আসন রয়েছে ৪০টি।

গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। তবে উপ-ইউনিট তিনটির ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9