জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ৩য় বর্ষের ফরম পূরণেও ফি বেড়েছে, শিক্ষার্থীদের ক্ষোভ

২৭ অক্টোবর ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বেড়েছে। এতে গত বছরের তুলনায় অতিরিক্ত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বেশি ফি গুনতে হবে। অনেক অস্বচ্ছল শিক্ষার্থীর এ ফি বহন করা কষ্টসাধ্য বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এর আগে ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি করা হলে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে তত্ত্বীয় পূর্ণ কোর্সের ফি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা এবং অর্ধ কোর্সের ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। ব্যবহারিক কোর্সের ফি গত বছরের ২৫০ টাকার পরিবর্তে এবার ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ইনকোর্স পরীক্ষা ফি ৩০০ টাকা থেকে বেড়ে ৬০০ এবং কেন্দ্র ফি (তত্ত্বীয়) ৪৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০০ টাকা। ব্যবহারিক কেন্দ্র ফি ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিশেষ অন্তর্ভুক্তি ফি-তে। অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য এ ফি গত বছরের ৩০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা করা হয়েছে। এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ফি ৫০০০ টাকা থেকে বেড়ে ৬০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে তত্ত্বীয় পূর্ণ কোর্সের ফি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা এবং অর্ধ কোর্সের ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। ব্যবহারিক কোর্সের ফি গত বছরের ২৫০ টাকার পরিবর্তে এবার ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ইনকোর্স পরীক্ষা ফি ৩০০ টাকা থেকে বেড়ে ৬০০ এবং কেন্দ্র ফি (তত্ত্বীয়) ৪৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০০ টাকা। ব্যবহারিক কেন্দ্র ফি ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি কনডিশনাল প্রোমোটেড (C-Promoted) পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি-এর অতিরিক্ত বিশেষ অন্তর্ভুক্তি ফি গত বছরের ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

এত টাকার সঙ্গে ৬০ শতাংশ উপস্থিতি — এটা অত্যাচার ছাড়া কিছু না বলে মনে করেন খুলনার শিক্ষার্থী অন্তরা দত্ত রুশা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবাই ভাবছিল সরকার বদল হলে সব ভালো হবে। কিন্তু উল্টো টাকা কমার বদলে বাড়ছে। কোটি কোটি টাকা ওঠে— যার অর্ধেকও হয়তো পরীক্ষা নিতে খরচ হয় না। ভালো পরীক্ষা দিয়েও ফেল আসে। ইমপ্রুভ আর রিচেকের চাপে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে।’

জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মাহাদী হাসান নাহিদ বলেন, ‘ধিক্কার জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি পড়াশোনার মান ভালো করতে চান, ঠিক আছে। কিন্তু গরিব ছাত্রছাত্রীদের পরীক্ষার ফরম ফিলাপে যে প্রহসন সৃষ্টি করেছেন, তার তীব্র নিন্দা জানাই।’

কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী শেখ আহাদ বলেন, ‘এখানে সবচেয়ে গরিব, মধ্যবিত্তের ছেলে-মেয়ে পড়াশোনা করতে আসে। আর যেভাবে ফি বৃদ্ধি করছেন, অনেকের পড়াশোনার স্বপ্ন শেষ হয়ে যাবে।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকতে পারে ৪ লাখের বেশি আসন

এর আগে ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি করা হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘ইতোমধ্যে কিছু শিক্ষার্থী ফরম পূরণ করেছে, তাই ফি কমানো সম্ভব নয়।’ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘পরবর্তী বছরে ফি যৌক্তিক করা হবে।’

সে প্রতিশ্রুতির পরও এবার অনার্স ৩য় বর্ষের ফি আবারও বৃদ্ধি পেয়েছে। এর আগে ডিগ্রি পর্যায়ের ফরম পূরণের ফিও ধারাবাহিকভাবে বাড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২৮ অক্টোবর থেকে। এ প্রক্রিয়া চলবে ১৫ নভেম্বর।

সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সংক্রান্ত জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ সিদ্ধান্ত একক না, নীতি নির্ধারণী পর্যায়ের। তবে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় একটি সিদ্ধান্তে আসবে।’

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9