মেডিকেল ভর্তির আবেদনে কমতে পারে জিপিএর নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমানো হতে পারে
মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমানো হতে পারে  © টিডিসি সম্পাদিত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি আবেদনে জিপিএ নম্বর কমানো হতে পারে। বাস্তবতার নিরীখে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী সপ্তাহে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাস্তবতার আলোকে দেওয়া হয়েছে। এবার সংখ্যার চেয়ে মেধাকে মূল্যায়ন করা হয়েছে।

এর ফলে সামগ্রিকভাবে জিপিএ-৫ এবং পাসের হার- দুটোই কমেছে। এ অবস্থায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি আবেদনে এসএসএস ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর শর্ত কিছুটা কমানো হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার যারা জিপিএ-৪ পেয়েছে, তারা বিগত সময়ের জিপিএ-৪.৫ এর চেয়ে ভালো বলেই বিবেচিত হচ্ছেন। আর যারা জিপিএ-৪.৫ পেয়েছেন, তারা বিগত সময়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তুলনায় ভালো।’

এজন্য মেডিকেল ও ডেন্টাল ভর্তি আবেদনে জিপিএর শর্ত কিছুটা কমানো হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ এর পরিবর্তে জিপিএ ৮ করা হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সভায়।’

আরও পড়ুন: শুরুর আগেই শেষ অনেকের মেডিকেল ভর্তির স্বপ্ন!

এ বিষয়ে জানতে চাইলে বিএমএন্ডডিসি সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেল ও ডেন্টাল ভর্তি আবেদনে জিপিএ নম্বর কমানোর দাবি উঠেছে। বিষয়টি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় সবার সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে।’

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে আগামী নভেম্বর মাসে। তবে আবেদন শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে বিভাগের এক যুগ্ম-সচিব বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি নীতিমালায় খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এ বিষয়ে আরেকটি সভা হবে। সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।’

এ কর্মকর্তা আরও বলেন, ‘এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিন, একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে, তা সভা শেষে বলা যাবে।’


সর্বশেষ সংবাদ