গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সভা আজ, তারিখ কি নির্ধারণ হবে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১০:০২ AM
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রাজধানীতে ইউজিসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ নিয়ে আলোচনার বিষয়টি এজেন্ডাভুক্ত রয়েছে। তবে আজই তারিখ নির্ধারণ হওয়ার সম্ভাবনা কম।
তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, গতবারের ১৯টির সঙ্গে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় যুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিতে পারে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষাও শুরু হয়ে গেছে। ফলে যে স্বল্প সংখ্যক আসন শূন্য আছে, সেগুলো আর পূরণ করার সুযোগ নেই। এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ করতেই মূলত সভা ডাকা হয়েছে।
একই সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়েও আলোচনার এজেন্ডা রয়েছে। তবে এতে ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কমিটি গঠন হতে পারে। এ কমিটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করবে।
অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন ও রমজানের আগে এ পরীক্ষা নেওয়া কঠিন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সেক্ষেত্রে নির্বাচন ও রমজানের পর মার্চ-এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: কোচিংয়ে ক্লাস নিতে গিয়ে অপহরণ ঢাবি শিক্ষার্থী, ঘটনার বর্ণনা দিলেন নিজেই
সংশ্লিষ্টরা বলছেন, গত বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ১৯টি বিশ্ববিদ্যালয় যুক্ত ছিল। নতুন পাঠদানের অনুমতি পাওয়া একাধিক বিশ্ববিদ্যালয় এবার এ প্রক্রিয়ায় থাকবে। গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এতে এবার যুক্ত হবে বলে আশা করছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ প্রক্রিয়ায় আসবে।
ইউজিসির সঙ্গে বৃহস্পতিবার উপাচার্যদের সভার বিষয়টি নিশ্চিত করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বুধবার (২২ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে সভাটি ডাকা হয়েছে। এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি নিয়েও আলোচনা হবে।
ফেব্রুয়ারি মাসের আগে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করেছে। কারও সঙ্গে যাতে মিলে না যায়, সেসব বিবেচনায় নিয়েই গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হবে। নির্বাচনের যেহেতু তারিখ ঘোষণা হয়নি, সেক্ষেত্রে কবে পরীক্ষা নেওয়া যাবে, তা আলোচনা ছাড়া বলা সম্ভব নয়।