ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি, দেখে নিন বিস্তারিত তথ্য
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার অনলাইন আবেদন শুরু হবে ২৯ অক্টোবর দুপুর ১২টায় এবং শেষ হবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এবারেও থাকছে না কোনো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ।
চারুকলা অনুষদের অধীনে ৮টি বিভাগে মোট ১৩০ টি আসন রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব বিভাগের (বিজ্ঞান, মানবিক, ব্যবসা) শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই ‘চ’ ইউনিটে আবেদন ও ভর্তির আদ্যোপান্ত।
‘চারুকলা’ ইউনিটের ভর্তি পরীক্ষার মানবণ্টন: ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের।
যে যে বিষয়ে থেকে প্রশ্ন আসে: এমসিকিউ (৪০ নম্বর) অংশে থাকছে সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজী ও চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয়ে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে । ব্যবহারিক (৬০) অংশে থাকছে অঙ্কন (ফিগার ড্রয়িং)।
মোট ১২০ নম্বরের রেজাল্ট তৈরি করা হবে। এসএসসি ও এইচএসসির জিপিএ-র ওপর থাকছে ২০ নম্বর।
আরও পড়ুন : ঢাবিতে ভর্তি: এক ইউনিটের আবেদন ফি বাড়ল, অন্যগুলোর কত
আবেদন ফি ও প্রক্রিয়া
‘চারুকলা’ ইউনিটের আবেদন ফি ১২৫০ (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd .