স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ইউনানী, আর্য়ুবেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর বা তদুর্দ্ধ নম্বরপ্রাপ্তদের জাতীয় মেধাক্রমসহ তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতৃব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী), বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী) এবং বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) কোর্সের ভর্তি পরীক্ষার জাতীয় মেধাক্রমসহ তালিকা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে প্রকাশ করা হলো।
আরও পড়ুন: গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকলে পূরণ কীভাবে, জানাল ভর্তি কমিটি
৪০ নম্বর বা তদুর্দ্ধ নম্বরপ্রাপ্ত প্রার্থীরা এ তালিকায় স্থান পেয়েছেন। মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।