জবির ইউনিট-বি’র আসন শূন্য, মনোনীত হয়েও ভর্তি না হওয়া শিক্ষার্থীদের সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে মনোনীত হয়েও ভর্তি না হওয়ার শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। আগামী ২০ জুলাই এসব আসনে ভর্তি নেওয়া হবে। ইউনিট-বি (কলা ও আইন অনুষদ) ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর আহবায়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট-বি (কলা ও আইন অনুষদ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত মেধাক্রমধারী শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে বিষয় মনোনীত হয়ে ভর্তি হতে পারেনি এবং সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হতে পারেনি সে সকল আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২০ জুলাই (রবিবার) ডিন, কলা অনুষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

মেধাক্রমধারী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় ও তারিখে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, শুধুমাত্র ইসলামিক স্টাডিজ বিভাগে পাঁচটি শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। ১ম থেকে ৪৮৮ পর্যন্ত মেধাক্রমধারীদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে। সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি, অর্ধলাখ শিক্ষক পদ শূন্য থাকার আশঙ্কা

সাক্ষাৎকারের সময় যেবস কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে
১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র;

২. ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র এবং

৩. ২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence