ভর্তি পরীক্ষার্থী © সংগৃহীত
জিএসটি গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় দফার আবেদন শেষ হয়েছে শুক্রবার (১৬ জানুয়ারি)। তিন দফায় মোট আবেদন করেছেন ২ লাখ ৮০ এর বেশি শিক্ষার্থী। এর আগে, দুই দফায় আবেদন করেছিলেন ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু। সে হিসেবে তৃতীয় দফায় আবেদন করেছেন ৭ হাজারের বেশি শিক্ষার্থী।
শনিবার (১৭ জানুয়ারি) ভর্তি কমিটির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, তিন দফায় ২ লাখ ৮০ এর বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। কোন ইউনিটে কত আবেদন পড়েছে তা পরে জানানো হবে।
এর আগে গত ১০ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি), ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয় ২৪ ডিসেম্বর রাত ১২টায়। পরে আবেদনের সময়সীমা ৬ দিন বৃদ্ধি করে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়। পরবর্তীতে প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।