হাবিপ্রবিতে ২য় মেধাতালিকা শেষেও আসন ফাঁকা ২১৮
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৮:৪০ AM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। ভর্তিপরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি জানা যায়।
সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর এ১-১২টি, এ২-১৩টি, এ৩-১১টি, বি১-৩৩টি, বি২-৩৫টি, বি৩-৪১টি, সি (বিজনেস স্টাডিজ) ১১টি, সি (সায়েন্স এন্ড হিউম্যানেটিস) ১৩ টি, ডি১- ২৬টি, ডি২ (মানবিক) ৫টি, ডি২ (সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ) ১০টি ও ব্যাচেলর অফ আর্কিটেকচারে ৮টি সিট ফাঁকা রয়েছে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী ভর্তি কার্যক্রম গ্রহণ করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে জানানো হবে।