ভর্তি পরীক্ষা

শেরপুর সরকারি কলেজে প্রতি আসনে লড়বেন যতজন

শেরপুর সরকারি কলেজ
শেরপুর সরকারি কলেজ  © সংগৃহীত

দীর্ঘদিন পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ৩১ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এরই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শেরপুর সরকারি কলেজে ১৪টি বিষয়ে ১ হাজার ৮৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ২ হাজার ৭৫১ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিষয়ে (পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, গণিত) ৬৩০টি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ৮০৩ জন। মানবিক বিষয়ে (বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি) ৮২০টি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ১ হাজার ৫৪৪ জন। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিষয়ে (হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা) ৩৯০টি আসনের বিপরীতে ৪০৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজ ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয় ও আসন সংখ্যা
কলেজটিতে বাংলা-১২০টি, ইংরেজি-১২০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১০০টি, দর্শন-১০০টি, ইসলাম শিক্ষা-১০০টি, রাষ্ট্রবিজ্ঞান-১৩৫টি, অর্থনীতি-১৪৫টি, হিসাববিজ্ঞান-১৯০টি, ব্যবস্থাপনা-২০০টি, পদার্থবিদ্যা-১১৫টি, রসায়ন-১১৫টি, উদ্ভিদবিদ্যা-১১৫টি, প্রাণিবিদ্যা-১১৫টি, গণিততে ১৭০টি আসন রয়েছে।

আরও পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ শিগগিরই, কমতে পারে আসন

এ বিষয়ে ভর্তি কমিটির আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্বে) অধ্যাপক উত্তম কুমার নন্দী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ভর্তি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে এবার অনার্সের ভর্তি কার্যক্রম শুরু করেছে। এটি নিঃসন্দেহে ভালো ও সুদূরপ্রসারী উদ্যোগ। আমরা আশাবাদী ওই পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। যাতে প্রকৃত মেধাবীরা তাদের যোগ্যতায় এই কলেজে ভর্তি হতে পারে।’


সর্বশেষ সংবাদ