রাবি মূল ফটক © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিভাগ ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ মে। এ কার্যক্রম চলবে ৩১ মে পর্যন্ত।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে পারবেন। সোমবার (২০ মে) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: নতুন করে আরও ৯টি ‘সরকারি স্কুল অ্যান্ড কলেজ’ চালুর উদ্যোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং সংগীত, নাট্যকলা ও চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পাশাপাশি গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে ২৬ মে থেকে ৩১ মে’র মধ্যে বিষয় পছন্দ ফরম পূরণ করতে হবে। এটি বাধ্যতামূলক।
পছন্দ ফরম পূরণ না করলে ভর্তির সুযোগ থাকবে না
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো উত্তীর্ণ প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পছন্দক্রম ফরম পূরণ না করলে ‘এ’ ইউনিটে তার ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে। আবার, ফরমে যেসব পছন্দ দেওয়া হবে তার ভিত্তিতেই প্রার্থীকে কোনো বিভাগে নির্বাচিত করা হবে। নির্বাচিত হলে সে বিভাগেই ভর্তি হতে হবে। অন্যথায়, ‘এ’ ইউনিটে প্রার্থীর ভর্তির সুযোগ চূড়ান্তভাবে বাতিল হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতেও ওই ইউনিটের কোনো বিভাগে ভর্তি হওয়া যাবে না।
ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ ২ জুন
আগামী ২ জুন রাবির ওয়েবসাইটে বিভাগভিত্তিক আসনসংখ্যার আলোকে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হবে ১৬ জুন থেকে।