গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:০২ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:২৩ AM

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ফল প্রকাশ করা হতে পারে।
এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে। আপনারা জেনে থাকবেন, প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন হয়ে পরীক্ষার পেপার হাতে আসতে গতকাল (১০ মে) সকাল পর্যন্ত সময় লেগেছে। এর পর থেকে আমরা রেজাল্ট প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেছি, যা এখনো চলমান।’
তিনি আরও বলেন, ‘আজকে সারা দিন ও রাতে কাজ চলবে। আগামীকাল আমরা স্ক্রুটিনির (পুনঃনিরীক্ষণের) কাজ শুরু করার চেষ্টা করব। আমাদের ধারণা, ১২ তারিখ পর্যন্ত এ কাজ চালিয়ে যেতে হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ১৩ তারিখেই ফল প্রকাশে সমর্থ হব। তবে যদি কোনো কারণে কাজ শেষ করতে না পারি, তাহলে এক দিন দেরি হতে পারে। আমরা ১৩ বা ১৪ তারিখের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করব ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফলে অসংগতি, ফল পুনঃনিরীক্ষার দাবি ভর্তিচ্ছুদের
এর আগে গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের গুচ্ছ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ মার্চ, চলে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন ২ লাখ ৩৭ হাজার ৮৪০ ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এ ছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু।
উল্লেখ্য, ‘সি’ ইউনিট ও ‘বি’ ইউনিটের ফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।