হাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিন আজ। আজ ৭ মে ( বুধবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল। সময়মতো পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন: ৬৫ বছর পর বাবার মাস্টার্সের ফলাফল খুঁজে পেলেন ছেলে ঢাবি উপাচার্য
এ বছর হাবিপ্রবির বিভিন্ন ইউনিটে প্রায় ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘সি’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার ৮৪৯ জন।
একই দিনেই আরও দুটি ধাপে ‘ডি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ও বেলা ৩টায় দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে।