বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলেন যারা

১৬ মার্চ ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
আনিকা মুন, হোসেইন শাহরিয়ার মাহি, তাকিয়া তাসনিম

আনিকা মুন, হোসেইন শাহরিয়ার মাহি, তাকিয়া তাসনিম © সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৩ হাজার ৮০ জন শিক্ষার্থী। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। 

মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর হলিক্রস কলেজের আনিকা মুন, তার পরীক্ষার রোল নম্বর ০০৭২৯১। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কল এন্ড কলেজের শিক্ষার্থী হোসেইন শাহরিয়ার মাহি।  

ভর্তি পরিক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের তাকিয়া তাসনিম। তার পরীক্ষার রোল নম্বর ০০৮৫১৪।

গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় উপস্থিতি ছিল ৮৬.৫ শতাংশ।

উল্লেখ্য, এ বছর বুটেক্সের ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।

এছাড়া, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে। 

ট্যাগ: বুটেক্স
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬