পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন ভর্তিচ্ছুরা, বাইরে অপেক্ষায় অভিভাবকরা

০১ মার্চ ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM

© টিডিসি ফটো

একটু পরেই শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ শনিবার (০১ মার্চ) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এই ভর্তিযুদ্ধ। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

নীল আকাশের নিচে উজ্জ্বল রোদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে যেন এক আবেগঘন চিত্র। ভেতরে যখন ভর্তি পরীক্ষার কঠিন লড়াইয়ে অংশ নিতে ভর্তিচ্ছুরা প্রবেশ করছে, বাইরে তখন অপেক্ষার প্রহর গুনছেন অভিভাবকরা—একেকজনের একেক রকম অভিব্যক্তি, কিন্তু সবার হৃদয়ে একটাই প্রার্থনা, পরীক্ষার হলে প্রবেশ করা সন্তানের সফলতা। আজ শনিবার (০১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

পরীক্ষা কেন্দ্রটি ঘুরে দেখা যায়, কেউ নীরবে বসে তসবিহ গুনছেন, ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে অস্ফুট দোয়া। কেউবা দু’হাত তুলে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনায় মগ্ন। আরেক পাশে দেখা যায় এক বাবা পায়চারি করছেন, মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে সময় দেখছেন, হয়তো মনে মনে হিসাব করছেন, কতক্ষণে পরীক্ষা শুরু হবে আর কতক্ষণ পর পরীক্ষা শেষ হবে! এক মা চুপচাপ বসে আছেন, তাঁর চোখে মিশে আছে উৎকণ্ঠা ও আশা—মেয়েটা কি ঠিকঠাক লিখতে পারবে তো? সবকিছু ঠিকঠাক গুছিয়ে শেষ করতে পারবে তো?

কোথাও গরম চায়ের কাপে চুমুক দিয়ে ক্লান্তি কাটানোর চেষ্টা চলছে, কোথাও আবার অভিভাবকদের মধ্যে চলছে চুপচাপ আলোচনা—প্রশ্ন কেমন হতে পারে, কেমন করলে ভালো নম্বর আসবে, আগের বছরের ফলাফল কেমন ছিল। একটা পরীক্ষা যেন শুধু একজন শিক্ষার্থীর নয়, বরং একটা পরিবারের সম্মিলিত প্রত্যাশার বহিঃপ্রকাশ। তাই তো পরীক্ষার্থীরা ভেতরে থাকলেও, বাইরে অপেক্ষারত স্বজনদের হৃদস্পন্দন যেন বেজে চলে ঠিক একই তালেই।

নুসরাত জাহান নামে এক পরীক্ষার্থীর মা, রওশন আরা বলেন, ‘আমার মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই একটা টেনশন কাজ করছে। যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে, এই দুশ্চিন্তা পিছু ছাড়বে না। টেনশন কমানোর একটাই উপায়—দোয়া করা। মেয়ের জন্য দোয়া করছি, ভালো পরীক্ষা দিক। যাদের সন্তান পরীক্ষার হলে বসে আছে, তারাই বোঝে এই অপেক্ষার সময়টা কতটা কঠিন বলে জানান তিনি।

মিলন রায় নামের এক পরীক্ষার্থীর বাবা পরিমল চন্দ্র রায় খানিকটা উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ‘ছেলেটা ভর্তি পরীক্ষায় বসবে, ও তো অনেক পরিশ্রম করেছে, কিন্তু বাবা মায়ের তো চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়েই। ছেলেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেলেই অনেকটা চিন্তা কমে যাবে। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, ছেলেটা যেন ভালোভাবে পরীক্ষা দেয়। 

প্রসঙ্গত, চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। এ প্রেক্ষিতে আসন প্রতি লড়বেন ৮৯ জন, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১ হাজার ৩৯৩, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে ১হাজার ৯১১ জন, বি-২ ৩ হাজার ৬৭০ জন এবং ডি-১ এর জন্য আবেদন করেছেন ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী।

ট্যাগ: চবি
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন এনটিআরসিএ চে…
  • ২২ জানুয়ারি ২০২৬
অবশেষে একাদশে সালাহ, সহজ জয় তুলে নিল লিভারপুল
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
  • ২২ জানুয়ারি ২০২৬