জাবির ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ

২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি)। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত ২ জানুয়ারি আবেদন শুরু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে ju-admission.org প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতীত) অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: চবির ভর্তিতে প্রত্যেক বিভাগে থাকছে পোষ্য কোটা, পুরোপুরি নির্মূলে কমিটি

অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে ফি দেওয়া যাবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৭০০ টাকা এবং ই-ইউনিটের জন্য ৬০০ টাকা দিতে হবে। সি-১ ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ প্রতিটির জন্য ৫০০ টাকা।

আবেদন ফি’র সাথে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে দিতে হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচিসহ বিস্তারিত তথ্য ju-admission.org ওয়েবসাইটে জানা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬