মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে চলছে সভা

১৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © টিডিসি ফাইল ফাটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সভায় বসেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। আজ রবিবার দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা)-এর কক্ষে এ সভা শুরু হয়। বিকেল ৪টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলছে।

সরেজমিনে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, চিকিৎসা শিক্ষা শাখার পরিচালকের রুমে অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা সভায় বসেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সভা শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে।

জানা গেছে, এবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ভর্তি নীতিমালা অনুসারে, দেশের সব সরকারি বা বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের-সন্তানাদির ৫ শতাংশ কোটা এবং মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এ বছর এমবিবিএস ভর্তিতে কোটাসহ মোট আসন ৫ হাজার ৩৮০টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ৩৫ হাজারের কিছু বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। সেই হিসাবে একটি আসনের পরিবর্তে ২৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এ ছাড়া বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬