প্রশ্নের মান ও ব্যবস্থাপনায় পরীক্ষার্থীরা সন্তুষ্ট: ঢাবি উপাচার্য

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরুর পর ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরুর পর ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন,  সাত কলেজের ভর্তি পরীক্ষা সুন্দর সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা  প্রশ্নপত্রের মান এবং পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

শুক্রবার ( ১২ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরুর পর ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য  বলেন, ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে এতে অংশগ্রহন করেছে। এটি ইঙ্গিত দেয় যে আমাদের আরও দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রতি তাদের যে আস্থা তার জন্য শিক্ষা ব্যবস্থাপনা, গুনগত মান, শিক্ষার পরিবেশ উন্নয়ন প্রয়োজন হয়ে পড়েছে৷ 

আরও পড়ুন: সাত কলেজের বিজ্ঞান ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

উপাচার্য আরও বলেন, অধিভুক্তির পাঁচ বছরে সাত কলেজের শিক্ষার মান কতটুকু পরিবর্তন হয়েছে সেই মূল্যায়নের সুযোগ এখনও হয়নি৷ এখনও অনেক কিছু করার বাকি আছে ৷ একইসাথে আমাদের নানাবিধ প্রয়াস আছে৷ সাত কলেজের  অধ্যক্ষবৃন্দ এবং কলেজের শিক্ষকরা আমাদের বলেন, ছেলেমেয়েরা এখন নিয়মিত ক্লাসে আসে। তারা পরীক্ষা পেছানোর পক্ষে না বরং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পক্ষে৷ এই বিষয়গুলো একটি ইঙ্গিত দেয় যে সামগ্রিকভাবে একটি সুন্দর পরিবেশ তৈরী হওয়ার পথে আছে৷ হয়ত আরও উন্নয়ন প্রয়োজন।  কেননা সাত কলেজে এখনও শিক্ষক স্বল্পতা আছে, ক্লসরুম, ল্যাবরেটরি সংকট আছে৷ এগুলো বাস্তবতা ৷ সরকারকেও আমরা বলেছি যে, এখানে শিক্ষক স্বল্পতা আছে৷ বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী শিক্ষকের প্রকট ঘাটতি আছে৷ সামগ্রিকভাবে উন্নয়নের জন্য আমাদের এখনও অনেক কিছু করার আছে৷ আমরা উদ্যোগ গ্রহন করছি, চেষ্টা অব্যাহত আছে৷ 


সর্বশেষ সংবাদ