৫০ হাজার টাকা চুক্তিতে রাবিতে প্রক্সি দেন ঢাবি ছাত্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৪:০৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২২, ০৭:৩৭ PM
ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা কমিটি।
মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ২২২ নম্বর কক্ষে মূল পরীক্ষার্থী তামিম হাসান লিমনের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন ঢাবি শিক্ষার্থী মো. এখলাছুর রহমান। আটক মো. এখলাছুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী। ৫০ হাজার টাকার চুক্তিতে রাবির ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।
ঢাবি শিক্ষার্থী এখলাছুর রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের আবুল কাশেম ও মেনেকা বেগম দম্পতির সন্তান।
এদিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকেও আটক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ওই শিক্ষার্থী বেরোবির মাস্টার্সের শিক্ষার্থী।
জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন তিনি।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। পরে সহকারী প্রক্টরদের তত্ত্বাবধানে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’