‘সেকেন্ড টাইমের’ দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যে সমাবেশ ভর্তিচ্ছুদের

ভর্তিচ্ছুদের সমাবেশ
ভর্তিচ্ছুদের সমাবেশ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে সমাবেশ করছে ২০২০ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেন তারা। সমাবেশে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে বক্তব্য রাখছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভা হওয়ার কথা রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে দাবির বিষয়ে তাদের জানিয়ে আসছি। দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাওয়া আমাদের অধিকার। আমরা সমাবেশ করছি। আন্দোলন করছি।  সমাবেশ থেকে আমরা কর্তৃপক্ষকে বার্তা দিতে চাই। আমাদের দাবির বিষয়ে তাদের পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই। যদি শান্তিপূর্ণভাবে আমাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে।

২০১৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ রয়েছে। মেধার সমতা বিধান, জালিয়াতি রোধ ও আসন শূন্যতা কমাতে এমন পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। এর পরপরই জগন্নাথ, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও দ্বিতীয়বার ভর্তির সুযোগটি বন্ধ ঘোষণা করে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঝে পুনরায় সুযোগটি চালু করলেও বর্তমানে সেটি আর পান না ভর্তিচ্ছুরা।

আরও পড়ুন- মারা গেলেন সেই ফাহমিদা

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা। ফলে সরকার বাধ্য হয়ে অটোপাস দেয় তাদের। এর ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যায়। তবে সে অনুপাতে বাড়ানো হয়নি উচ্চ শিক্ষার আসন। যে কারণে অনেক শিক্ষার্থী পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি।

দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ভর্তিচ্ছুরা। এর আগে, জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ, নীলক্ষেত মোড় অবরোধ ও ঢাবির ভিসির অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এছাড়া রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ