পরিবহন ধর্মঘটেও হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১০:৩৭ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২১, ০৮:৪৪ AM
পরিবহণ ধর্মঘট হলেও যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আই কে সেলিম উল্লাহ বলেন, সাত কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথাসময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এছাড়া স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকেও কোন ধরনের নির্দেশনা পাইনি।
এর আগে, সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বাণিজ্য’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (০৫ নভেম্বর) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পড়ুন: বাস-ট্রাক ধর্মঘট, চিন্তায় ভর্তিচ্ছু-চাকরিপ্রার্থীরা
আগামীকাল শুক্রবার (০৫ নভেম্বর) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং আগামী ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।