রাবি ভর্তি: ৯৪.২০ পেয়ে ‘এ’ ইউনিটে সেরা ফরিদুল

ফরিদুল ও রাবি লোগো
ফরিদুল ও রাবি লোগো  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে তিন শিফটে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ফরিদুল। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৪.২০। ভর্তি পরীক্ষার রোল নম্বর ২০৫২৮।

‘এ’ ইউনিটের ফল বিশ্লেষণে দেখা গেছে, দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন মো. মারুফ হোসেন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৯.৮৫। ভর্তি পরীক্ষার রোল নম্বর ৪০০২১। আর তৃতীয় শিফটে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ফাতেমা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৮৯.৮৫। ভর্তি পরীক্ষার রোল নম্বর ৫৯৬৭৫।

এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) তিন শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার তিনটি ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন আবেদন করেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন আবেদন করেন। 


সর্বশেষ সংবাদ