ঢাবির ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে অংশ নেবেন ৩ হাজার ৩০৫ জন

শাবিপ্রবি ও ঢাবি লোগো
শাবিপ্রবি ও ঢাবি লোগো  © ফাইল ফটো

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাবি ভর্তি পরীক্ষায় সিলেট বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সাত কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন মাত্র ৩ হাজার ৩০৫ জন।

বিষয়টি নিশ্চিত করে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক অবস্থায় আছি।

এছাড়া আগামী ২ অক্টোবর (শনিবার) ‘খ’ ইউনিটে ৯২১ জন, ২২ অক্টোবর (শুক্রবার) ‘গ’ ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) ‘ঘ’ ইউনিটে ২ হাজার ১৮৩ জন এবং ৯ অক্টোবর (শনিবার) ‘চ’ ইউনিটে ২৬২ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে পরীক্ষা দেবেন।


সর্বশেষ সংবাদ