তৃতীয় ধাপে আবেদনের সুযোগ চান বিজ্ঞানের ৩৪ হাজার শিক্ষার্থী

০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনে বাদ পড়া বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন চলছে। এই ধাপে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী আবেদনের সুযোগ পেলেও বঞ্চিত হচ্ছেন ৩৪ হাজার শিক্ষার্থী। আবেদন বঞ্চিত এসব শিক্ষার্থী তৃতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ দাবি করেছেন।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শ মেনে শিক্ষার্থী-অভিভাকদের সুবিধার জন্য প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। প্রাথমিকভাবে সবাইকে আবেদনের সুযোগ দেওয়া হলেও সিলেকশনের নামে তাদের সাথে প্রহসন করা হচ্ছে। কেউ পরীক্ষা দিতে পারবে আর কেউ পারবে না, সেটি হতে পারে না। তাই সকলকেই ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।

তারা বলছেন, এবার এইচএসসি পরীক্ষায় ‘অটোপাস’ দেওয়ায় বিজ্ঞানের শিক্ষার্থীদের ফল ভালো হয়েছে। অনেকে ৮.৮ জিপিএ নিয়েও দ্বিতীয় ধাপের আবেদন করতে পারছে না। অথচ ভর্তি পরীক্ষায় অনেক ডাবল জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীরাও চান্স পায় না। আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাই।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি বলছে, দ্বিতীয় ধাপে যদি সব শিক্ষার্থী আবেদন না করে, তাহলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বাদ পড়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়া হবে। আসন ফাঁকা না থাকলে বাদ পড়ারা আবেদনের সুযোগ পাবেন না। তবে ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যদি আসন সংখ্যা বাড়ায় তাহলে তৃতীয় ধাপে শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় ধাপের আবেনে যদি ১ লাখ ৩১ হাজার ৯০৬টি আসন পূরণ না হয়, তাহলে যতগুলো আসন ফাঁকা থাকবে ততজনকে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়া হবে।

আসন সংখ্যা বাড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে আলোচনা করা হবে। সবাই যদি আসন সংখ্যা বাড়ানোর পক্ষে মত দেয়, তাহলে সিট সংখ্যা বাড়ানো হতে পারে।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬