৫টা থেকে শুরু হচ্ছে গুচ্ছের দ্বিতীয় ধাপের আবেদন

০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৪০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন থেকে বাদ পড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ বুধবার বিকেল ৫টা থেকে। আগামী ১০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএস প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আর ১১ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ২৮ হাজার ৯৪৫ শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে এসএমএস পেতে শুরু করেছেন। চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি। 

সূত্র জানায়, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।

এরমধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।

এরপর অনলাইনের মাধ্যমে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চূড়ান্ত আবেদন চলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬