রেজাল্টে নয়, লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া দেশ সেরা ৪ কলেজে ভর্তির নিয়ম জেনে নিন

০৮ জুলাই ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:৫২ AM
নটর ডেম, হলিক্রস, সেইন্ট যোসেফ ও সেইন্ট গ্রেগরি

নটর ডেম, হলিক্রস, সেইন্ট যোসেফ ও সেইন্ট গ্রেগরি © লোগো

দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সেরা কোনো প্রতিষ্ঠানের তালিকা করা হলে সামনের দিকে যেসব প্রতিষ্ঠানের নাম আসবে তার মধ্যে অন্যতম রাজধানীর নটর ডেম, হলিক্রস কিংবা সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দেশের স্বনামধন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজক ও সদস্যরা। বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, দেশ-বিদেশের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কিংবা সামনের সারিতে থাকা, শীর্ষ সরকারি-বেসরকারি চাকরি কিংবা অন্য যেকোনো সূচকে সামনের সারিতেই থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম।

মূলত ভিন্নধর্মী পাঠদান কৌশল, শিক্ষক-শিক্ষার্থীদের সুসম্পর্ক, শিক্ষার মানসম্মত পরিবেশসহ নানা কারণে প্রথম সারিতে রয়েছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। শিক্ষার পাশাপাশি সহশিক্ষায়ও এগিয়ে রয়েছে এসব শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা। একই সাথে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ থাকে না কোনো রাজনৈতিক সম্পৃক্ততারও; ফলে শিক্ষাই হয় এখানকার মূল আয়োজন। হাতে-কলমে শেখার ধারণা কিংবা বাণিজ্যিকীকরণের বাইরে গিয়ে শিক্ষাকে জাতি গঠনের একটি বড় সেবা হিসেবে প্রতিষ্ঠিত করার ধারণাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে মিশনারি সন্ন্যাস সংঘ পরিচালিত এ শিক্ষালয়গুলো।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। ফলাফল ওয়েবসাইট এবং এসএমএস উভয় মাধ্যমে জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি জানান, দুপুর ২টার পর শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। সে হিসাবে ঘোষিত তারিখের মধ্যেই ফল আসছে। চলতি বছর এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

তথমতে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই শুরু হবে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। দেশের অধিকাংশ কলেজে সরকার নির্ধারিত লটারি পদ্ধতির মাধ্যমেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ভর্তির জন্য কলেজভেদে ভিন্ন ভিন্ন জিপিএ চাওয়া হয়ে থাকে। তবে ব্যতিক্রম হিসেবে নিজেদের স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। এসব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

যাঁরা এই চারটি কলেজে ভর্তি হতে আগ্রহী, তাঁদের জন্য তুলে ধরা হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা।

আরও পড়ুন: কলেজে ভর্তির প্রক্রিয়া: যেসব বিষয় জেনে রাখা ভালো

নটর ডেম কলেজ
ঢাকার মতিঝিলে অবস্থিত কলেজটিতে গত বছর তথা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যমে-১৮১০, ইংরেজি ভার্সনে-৩১০, মানবিক বিভাগে-৪১০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে-৭৬০টি। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতর গণিতসহ জিপিএ-৫.০০, মানবিক বিভাগ: জিপিএ-৩.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪.০০। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।

লিখিত পরীক্ষার বিষয়: এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছেন, তাঁদের ‘বিজ্ঞান শাখার প্রশ্নে’ এবং যাঁরা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছেন, তাঁদের ‘ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে’ পরীক্ষা দিতে হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

ওয়েবসাইট: www.ndc.edu.bd

হলি ক্রস কলেজ
ঢাকার তেজগাঁওয়ে অবস্থি কলেজটিতে গত বছর তথা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগ-২৭০ ও মানবিক বিভাগ-২৬০টি। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেতে হবে ও এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; মানবিক বিভাগে জিপিএ ৩.০০ হতে ৫.০০ পেতে হবে এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.০০ হতে ৫.০০ পেতে হবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘মানবিক’ বিভাগে এবং বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

লিখিত পরীক্ষার বিষয়: এসএসসি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে— বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।

এই কলেজে আবেদনের শর্ত হলো বিবাহিত ছাত্রীরা আবেদন করতে পারবেন না। ওয়েবসাইট: www.hcc.edu.bd

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন-৪২০, ইংরেজি ভার্সন–৯০, ব্যবসায় শিক্ষা বিভাগ-৯০ ও মানবিক বিভাগ-৭০টি।

আবেদন যোগ্যতা: গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ ও অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং মানবিক বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.২৫। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০; বিজ্ঞান থেকে মানবিক বিভাগ-ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.৭৫ ।

ভর্তির লিখিত পরীক্ষার বিষয় এসএসসি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং এবং মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।

দরকারি তথ্য—
১. লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ছাত্র নির্বাচন করা হবে।
২.বিভাগ পরিবর্তন: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাঁদের ‘বিজ্ঞান’ বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাঁদের ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে পরীক্ষা দিতে হবে।
ওয়েবসাইট: www.sjs.edu.bd

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-৩০০, মানবিক বিভাগ-৮০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ-৮০টি।

ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-৪.৭৮; ব্যবসায় শিক্ষা: বাংলা মাধ্যম, জিপিএ-৩.৫০; মানবিক বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-২.৩০। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.০০ ও তদূর্ধ্ব, বিজ্ঞান থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

ভর্তি পরীক্ষার বিষয়:  বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, আইসিটি, ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ।

কলেজটিতে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘বিজ্ঞান শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘ব্যবসায় শিক্ষা শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
ওয়েবসাইট: www.sghscdhaka.edu.bd

একাদশ শ্রেণিতে ভর্তির সময় অনেক শিক্ষার্থী ও অভিভাবকই দ্বিধায় ভোগেন কোন কলেজে আবেদন করবেন এবং কীভাবে প্রস্তুতি নেবেন। তাই সময় থাকতে সঠিক তথ্য জেনে রাখা জরুরি। লটারিভিত্তিক কলেজগুলোতে আবেদন প্রক্রিয়া যেমন আলাদা, তেমনি লিখিত পরীক্ষা নেওয়া চারটি কলেজের নিয়ম-কানুনও বিশেষভাবে অনুসরণযোগ্য। নিজ নিজ লক্ষ্য অনুযায়ী প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণই ভর্তির সাফল্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৫ দিন পর মিললো স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মর…
  • ১৮ জানুয়ারি ২০২৬
রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচারিক কমিটিকে ইউএনও…
  • ১৮ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ১৮ জানুয়ারি ২০২৬
টঙ্গী তা’মীরুল মিল্লাত মাদরাসায় শহীদ ওসমান হাদির হত্যার বিচ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপির আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9