সাত কলেজের ভর্তি আবেদন কোন কাঠামোয়, জানিয়ে দিল ঢাবি কর্তৃপক্ষ

ঢাবি ও অধিভুক্তি বাতিল হওয়া সরকারি সাত কলেজ
ঢাবি ও অধিভুক্তি বাতিল হওয়া সরকারি সাত কলেজ  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল হওয়া সরকারি সাত কলেজের স্নাতক ২০২৪-২৫ সেশনের (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা তাদের নিজ কাঠামোয় সম্পন্ন করা হবে। ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) সাত কলেজের আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। 

ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত ১৮২টি কলেজ বা ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরনের (Category) ঢাকায় অবস্থিত সরকারি সাতটি কলেজের সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

এ কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর (বিশ্ববিদ্যালয় বা অন্য কিছু) ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষার জমাকৃত ফি (মোট ৩৩ হাজার ১০১টি আবেদন) নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে।

একই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছে, কিন্তু নুতন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নয় তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরৎ দেয়ার ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সাথে টাকা ফেরৎ দেয়ার বিষয়টি দেখভাল করবে।

আরো পড়ুন: মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ৮০ জনের সনদে ত্রুটি পেয়েছে অধিদপ্তর

‘ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি’, এবং ‘গার্হস্থ্য অর্থনীতি’ ধরনের বিশেষায়িত কলেজসমূহের ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) এক সভায় আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

প্রসঙ্গত, সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ৬ জানুয়ারি শুরু হয়। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রক্রিয়া চলার কথা ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে।

May be an image of text


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!