ঢাবিতে ভর্তি আবেদন: ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, পুরোপুরি সচল হবে দুপুরে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:০৬ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১০:১৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। তবে বাড়তি চাপের কারণে ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর নাগাদ ঠিক হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি সোমবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওয়েবসাইটে বাড়তি চাপের কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিকল্প উপায়ে আবেদন প্রক্রিয়া চালু রাখা হয়েছে। ডাটা আলাদাভাবে ট্রান্সফার করে রাখা হচ্ছে। আশা করি, দুপুরের মধ্যে ওয়েবসাইট পুরোপুরি সচল হয়ে যাবে।
এর আগে বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার একটি ইউনিটের তারিখে পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।
আরো পড়ুন: কুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর
বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগের সময়সূচি অনুযায়ী আর কোনো পরিবর্তন আসেনি বলে তিনি জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।