ঢাবি ভর্তিতে কোটার আসন পূরণ না হলে যা করা হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪১ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের এবারের ভর্তিতে বিগত বছরগুলিতে প্রচলিত রীতি অনুযায়ী যে কোন নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মূল মেধা তালিকায় ক্রমানুযায়ী শূণ্য আসন পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কোটা সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটি। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও সভায় মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদেরই বিবেচনা করার সুপারিশ করা হয়। এই কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি বিবেচনা না করার সুপারিশ করা হয়।
সাধারণ ভর্তি কমিটির ২১ অক্টোবর ২০২৪ তারিখের সভার আলোচ্যসূচী ৫ এর সিদ্ধান্তের আলোকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই সুপারিশসমূহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতেই কার্যকর করা এবং তা কার্যকরকল্পে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের সুপারিশ করা হয়।