ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল ও চূড়ান্ত বিষয় মনোনয়ন একসঙ্গে

২৯ অক্টোবর ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশনের ফল ও চূড়ান্ত বিষয় মনোনয়ন একসঙ্গে দেওয়া হবে। দু’একদিনের মধ্যেই এ ফল ও তালিকা প্রকাশ করা হবে বলে অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি একটু জটিল প্রক্রিয়া হওয়ায় বার বার যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর ফল প্রকাশ করা হবে। মাইগ্রেশনের আসন পূরনের পর বিষয় মনোনয়নের মাধ্যমে শূন্য আসন পূরণ করা হবে। ফল আজ প্রকাশ করার সম্ভাবনা কম। তবে কাল-পরশুর মধ্যে ফল ও তালিকা প্রকাশ করা হতে পারে।

বিশেষ মাইগ্রেশনের আবেদন গত শুক্রবার (২৫ অক্টোবর) শেষ হয়। কয়েক দফায় শিক্ষার্থী ভর্তির পরও দুই ইউনিটে ৩৬৭টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে মাইগ্রেশনের সুযোগ পাচ্ছেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। আবেদন শুরু হয় গত ২০ অক্টোবর। বিশেষ মাইগ্রেশনের পর বিষয় মনোনয়ন দিয়ে শূন্য আসন পূরণ করবে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের ১ হাজার ৮৯৬ আসনের মধ্যে পূরণ হয়েছে ১ হাজার ৬৯১টি। ফাঁকা রয়েছে ২০৫টি। বিজ্ঞান ইউনিটে শূন্য আসনের তালিকা দেখুন নিচে-

এদিকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৬২টি আসন শূন্য রয়েছে। এই ইউনিটের শূন্য আসনের তালিকা দেখুন নিচে-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর থেকে। এ আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে। গত সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন: সাবেক ভিসির বাসভবনে মিলল গুচ্ছ ভর্তি পরীক্ষার ওএমআর শিট

ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে দিতে হবে ১ হাজার ৫০ টাকা। সাধারণ ভর্তি কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘নির্বাচনী ইশতেহারে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার…
  • ২০ জানুয়ারি ২০২৬
হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9