কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের স্থগিত ভর্তি পরীক্ষা কবে, যা জানা যাচ্ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ PM
২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করার পর নতুন করে কবে নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্ষিয়ে এখনও কোনও আলোচনাও করে কর্তৃপক্ষ। কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ জুলাই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি স্থগিতের তথ্য জানানো হয়। কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতির নির্দেশক্রমে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠান।
এ বিষয়ে খলিলুর রহমান রোববার (৮ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্থগিত হওয়া পরীক্ষা কবে নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভার বিষয়েও কিছু জানায়নি। এ বিষয়ে নতুন আর কোনও তথ্য নেই।
আরো পড়ুন: স্থগিত হওয়া রাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর
বিষয়টি নিয়ে কথা বলতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির ২০ জুলাই অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে জানা যাবে।