মেরিটাইমে ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে প্রথম শুভ

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
শাদমান শাহরিয়ার শুভ

শাদমান শাহরিয়ার শুভ © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন শাদমান শাহরিয়ার শুভ।

শাদমান শাহরিয়ার শুভ রংপুর জিলা স্কুল থেকে এসএসসি ও নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। প্রথম হওয়া শুভ জানায় সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলো এবং পূর্ববর্তী বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন অনুশীলন করার চান্স পাওয়া সহজ হয়েছে। 

মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি প্রথমে আমার কলেজ ও স্কুলের দুই বন্ধুর কাছে থেকে ফলাফল জানতে পারি। প্রথম হওয়ার খবর শুনে সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। মা বাবার দোয়া আর আল্লাহর অশেষ রহমতে এই রেজাল্ট পেয়েছি। এটা আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল, এখানে ভালো করায় আত্মবিশ্বাস বেড়ে গেল।’

প্রথম হওয়া শুভ আরো জানান, ‘এখন বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আগামী ২৪ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা। পরবর্তী ভর্তি পরীক্ষাগুলোতে যেন ভালো ফলাফল করতে পারি এজন্য সবার কাছে দোয়াপ্রার্থী।’

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে দ্বিতীয় হয়েছেন শেখ আলিফ আল সাদিক ও তৃতীয় হয়েছেন ভাস্কর শ্রাবণ। আগামী ১৫ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মেরিট লিস্ট থেকে ভর্তি কার্যক্রম চলবে এবং ২২ ফেব্রুয়ারি ২০২৪ এ অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬