২৩ বিশ্ববিদ্যালয় নিয়ে হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা 

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গত সোমবার ইবির একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই অবস্থায় ইবিকে ছাড়াই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সে হিসেবে এবার ২৩ বিশ্ববিদ্যালয় নিয়ে হতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি বলছে, গুচ্ছের প্রথম সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই প্রক্রিয়ার সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তবে উপাচার্য পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এই অবস্থায় ইবিকে ছাড়াই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। 

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আশা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে। তবে তারা যদি শেষ পর্যন্ত না আসে তাহলে, তাদের ছাড়াই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এদিকে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে গুচ্ছ থেকে ইবির বেরিয়ে যাওয়ার বিষয়টি আরও জোরালো হয়েছে।

ইবির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যাওয়ার পক্ষেই ছিল ইবি। তবে শিক্ষক সমিতির তীব্র বিরোধের কারণে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামেও চূড়ান্ত হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইবির ১২৭তম একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত এক অধ্যাপক জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে সব বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একক ভর্তি পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সে পথেই হাটছে। সেজন্য আমরা চেয়েছিলাম এবছরও গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকতে। তবে শিক্ষক সমিতির বিরোধের কারণে সেটা সম্ভব হয়নি।

ওই অধ্যাপক আরও জানান, সভায় শিক্ষক সমিতি বলেছিল, ‘যদি ইবি গুচ্ছে থাকে, তাহলে পরীক্ষা সংক্রান্ত কোনো দায়িত্ব তারা পালন করবেন না। শিক্ষকরা দায়িত্ব পালন না করলে পরীক্ষা নিয়ে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। সেই আশঙ্কায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমরা গুচ্ছে থাকছি না। এটা চূড়ান্ত। আমাদের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।’

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তির পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছের বিপক্ষে অনড় অবস্থান নিলেও পরবর্তীতে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে।২০২২-২৩ শিক্ষাবর্ষে সিন্ডিকেট সভায় একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে পরে রাষ্ট্রপতির আদেশের পর ফের গুচ্ছে অংশ নেয় ইবি।

নতুন প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিসিবির
  • ১১ জানুয়ারি ২০২৬
জাপা ও এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়: হ…
  • ১১ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার পেছনে মব ভয় কাজ করছে: জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪০, আ…
  • ১১ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে স্কুলছাত্রী নিহত
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা ইসির
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9