মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ৬৫০ টাকা

মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
মেরিন ফিশারিজ একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অধীনে মেরিন ফিশারিজ একাডেমিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষ ৪৪তম ব্যাচে ৪ বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে। আবেদনের শেষ সময় ২৬ ডিসেম্বর।  

শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক (বিজ্ঞান) বা ‘ও’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫ বা এর সমমান। উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) বা ‘এ’ লেভেল (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫ বা এর সমমান। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিদ্যা ও গণিত বিষয়ে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে জিপিএ–৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা
ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখে বয়স অনধিক ২১ বছর হতে হবে (জন্ম তারিখ সর্বোচ্চ: ২০০২-১২-২৬)। পুরুষের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ১৬২.৫ সেমি এবং নারীর ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেমি লাগবে। প্রার্থীর ওজন বডিমাস ইনডেক্স অনুসারে নির্দিষ্ট ওজনের অতিরিক্ত হবে না। দৃষ্টিশক্তি ন্যূনতম ৬/১২ হতে হবে। কালার ভিশন স্বাভাবিক হতে হবে, তবে নারীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।

ভর্তির প্রক্রিয়া
লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
মৌখিক পরীক্ষা
শারীরিক যোগ্যতা পরীক্ষা
স্বাস্থ্য পরীক্ষা
চক্ষু ও কালার ভিশন পরীক্ষা
সাঁতার পরীক্ষা (নারী প্রার্থীদের জন্য বাধ্যতামূলক নয়)
প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল বাকি পরীক্ষাগুলোয় অংশ নিতে পারবে।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন

লিখিত পরীক্ষার নিয়ম
১০০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নের ভুল উত্তর প্রদানের জন্য পরীক্ষার্থীর কোনো নম্বর কাটা হবে না। লিখিত পরীক্ষার নম্বর: ইংরেজি ও সাধারণ জ্ঞান (উভয়ই ১০) ২০, গণিত ২০, পদার্থবিদ্যা ২০, রসায়ন ২০, জীববিদ্যা ২০।

আবেদন ফি ৬৫০ টাকা। অনলাইনে আবেদন ও বিস্তারিত জানার জন্য লিংকে ক্লিক করতে হবে। যেকোনো বিষয়ে অনুসন্ধানের জন্য ০১৫৫৭৬৩৬৮৫৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৮ ডিসেম্বর, যেভাবে করবেন

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত তথ্য ও লিখিত পরীক্ষার তারিখ আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

সম্ভাব্য কর্মক্ষেত্র
বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্স সমাপ্তির পর পাসকৃত ক্যাডেটদের সম্ভাব্য কর্মক্ষেত্রসমূহ দেশি-বিদেশি ফিশিং ভেসেল, মৎস্য ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশি-বিদেশি এনজিও ইত্যাদি।


সর্বশেষ সংবাদ