সাত কলেজের ভর্তি পরীক্ষা পরিদর্শনে ঢাবি উপাচার্য

সাত কলেজের ভর্তি পরীক্ষা পরিদর্শনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
সাত কলেজের ভর্তি পরীক্ষা পরিদর্শনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © টিডিসি ফটো

রাজধানী ঢাকার ১৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের স্নাতক শ্রেণির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এটি চলবে বেলা ১২টা পর্যন্ত। এমসিকিউ (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান থাকবে ১০০।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টায় শুরু হওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের এ পরীক্ষা পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সকালে তিনি ঢাকা কলেজ কেন্দ্রে এ পরিদর্শন করেন।

মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। ভর্তি-পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে। এই তিন বিষয়ের নম্বর বণ্টন যথাক্রমে, বাংলা- ২৫, ইংরেজি- ২৫ সাধারণ জ্ঞান- ৫০ (সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে)।

প্রসঙ্গত, চলতি বছরে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

সাত কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence