বাকৃবির এমএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ৭০০ টাকা

৩০ মার্চ ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এমএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে। এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টারে (সামার) ভেটেরিনারি, কৃষি, পশুপালন, কৃষি অর্থনীতি ও আমীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি, মাৎস্য বিজ্ঞান অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের অধীনস্থ বিষয়সমূহে তিন সেমিস্টারের কোর্সের জন্য এ আবেদন আহবান করা হয়েছে।

আবেদন সংক্রান্ত যাবতীয় www.bau.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি পিন ও পাসওয়ার্ড প্রদান করা হবে। ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি নিম্নে প্রদান করা হলো।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: 
ভেটেরিনারি অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য ডি.ভি.এম. অথবা এম.বি.বি.এস./বি.ডি.এস. (from other recognized institutions, except students of Open University / National University/Private University) ডিগ্রিধারী হতে হবে।

অন্যান্য অনুষদের সকল বিভাগে ভর্তির জন্য এ বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির অনুরূপ ডিগ্রিধারী হতে হবে।

ক্রেডিট কোর্স পদ্ধতিতে স্নাতক পাশকৃত প্রার্থীদেরকে জিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ২৫ অথবা ৫ এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে এবং ভর্তিচ্ছু সংশ্লিষ্ট বিষয়ে বি গ্রেড (জিপিএ ৩) অথবা Pre-requisite কোর্সসমূহে গড়ে বি স্নেডা (জিপিএ ৩) অথবা বার্ষিক পদ্ধতিতে পাসকৃত ছাত্র-ছাত্রীদের গড়ে কমপক্ষে ৫০% নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রী আবেদনের জন্য যোগ্য হবেন।

স্ব স্ব  পাঠ্য পর্ষদ ভর্তিচ্ছু বিষয়ে ন্যূনতম B (বি) গ্রেড (জিপিএ ৩) অথবা প্রয়োজনীয় Pre-requisite কোর্সসমূহ নির্ধারণ করে গড়ে বি গ্রেড (জিপিএ ৩)/এ পদ্ধতিতে পাশকৃত ছাত্র-ছাত্রীদের গড়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর প্রাপ্তদের ভর্তির জন্য সুপারিশ করবেন।

২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে অনলাইনে (www.bou.edu.bd) আবেদন করতে হবে। আবেদন ফি ৭০০ টাকা মাত্র। আবেদন সম্পন্ন হলে একটি পিন ও পাসওয়ার্ড পাওয়া যাবে। এটি ব্যবহার করে অনলাইনে আবেদনের প্রোফাইলে লগইন করে প্রবেশ করার পর ফি জমা দানের নির্ধারিত স্থানে 'রকেট' এর হিসাব নম্বর (অর্থাৎ মোবাইল নম্বর) প্রদান করে সাবমিট করতে হবে।

তৎক্ষণাৎ মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) চলে আসবে। সেটা ফরমের নির্ধারিত স্থানে লিখে সাবমিট করার পর মোবাইলে হিসাব নম্বরের পাসওয়ার্ড দিতে মেসেজ আসবে। মোবাইলে হিসাব নম্বরের পাসওয়ার্ড লিখে সাবমিট করার সাথে সাথে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

আবেদনকারী আবেদনপত্রে তাঁর পছন্দ ক্রমানুসারে ভর্তির লক্ষ্যে মোট দু’টি বিভাগ/বিষয়ের নাম উল্লেখ করতে পারবে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাশ ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে শুরু হবে। বিস্তারিত জানতি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখুন।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলবে কিনা, ভাবছে পাকিস্তানও?
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে ধোঁয়াশা, যা বলছে মন্ত্রণালয়
  • ১৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ব্রাজিল-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৫ দিন পর মিললো স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মর…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9