২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত : বিবিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২১ AM
আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন। ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন বিবিসি বাংলা।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির শেষ বাক্যে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।’ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নরমাল রুটিনে পরীক্ষা শেষ হলে এই বিষয়ের রুটিন ঘোষণা করা হবে।
এর আগে আজ তথা মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে ২১ জুলাই রাত ২টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২শে জুলাই, ২০২৫) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।