বন্যার কারণে এক জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:৫৯ PM
ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা কারণে ফেনী জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা পারে। তবে এর পুরোটাই নির্ভর করছে আবহাওয়া বিশেষ করে বৃষ্টি পরিস্থিতির ওপর। আজ বুধবার সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'ফেনীর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি। আজ বিকেলের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় এবং পানি নামতে শুরু করে তাহলে পরীক্ষা স্থগিত করা নিয়ে কোনো আলোচনা হবে না।' আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে কি ধরে নেওয়া যায় ফেনী জেলার পরীক্ষা স্থগিত হচ্ছে? এমন প্রশ্নের জবাবে রুনা নাছরীন জানান, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নিয়মিত জেলা প্রশাসকের সাথে সাথে যোগাযোগ রাখছি। বৃষ্টি না কমলে বিকেলে সবাই বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
এর আগে আজ বুধবার (৯ জুলাই) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে পরীক্ষা কেন্দ্রগুলোর বাস্তব চিত্র আমাদের জানা নেই। বোর্ডগুলোও আমাদের কিছু জানায়নি। তারা যদি মাঠ পর্যায়ের তথ্য পাঠাত, তাহলে আমরা বন্যাকবলিত এলাকাগুলোর পরীক্ষার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতাম।
তথ্যমতে, টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতে তলিয়ে গেছে বেশ কিছু সড়ক। জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে বিভিন্ন অফিস আদালতও। এমন পরিস্থিতিতে জেলার পাঁচ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম ও পরীক্ষা বুধবার ও বৃহস্পতিবার (৯ ও ১০ জুলাই) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ফেনীতে প্রবল বর্ষণ ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ হয়ে পড়েছে পানিবন্দি। পানিবন্দি হয়েছে বিভিন্ন স্কুল-কলেজ।